বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
এসএম রিমন হোসেন স্টাফ রিপোর্টার: পাকশি ইউনিয়নের বাঘইল গ্রামের ঐতিহ্যবাহী বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের মতবিনিময় ও প্রস্তুতিমূলক প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮-নভেম্বর) সকাল ১০:০০ ঘটিকা হইতে দুপুর ১:৩০ টা পর্যন্ত বাঘইল স্কুল এন্ড কলেজ চত্বরে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির আহবানে এই উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘইল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘইল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘইল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ৮৮ এসএসসি ব্যাচের মুস্তাফিজুর রহমান বিশ্বাস, সোহেল বিশ্বাস, সাংবাদিক এসএম রিমন হোসেন, হেলাল হোসেন , রাজু আহমেদ ,আহাদুল ইসলাম, অশ্রু, অনিক হাসান ,রিমন সহ প্রমূখ।
উক্ত আলোচনা সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৩ সালের অক্টোবর মাসে বাঘইল স্কুল এন্ড কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে । উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফ্রি, সহ আনুসাঙ্গিক সকল বিষয় নিয়ে সকলের মতামতে একটি প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন বাঘইল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম পরাগ।