ছোট ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না সাগরের

0

পাবনা প্রতিনিধি : জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের টাঙ্গাইলের হাতিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু । বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে কালিহাতী উপজেলার সালনা ইউনিয়নের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে নিহত দুই বন্ধুর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে, কান্নায় ভারী হয়ে যায় পুরো গ্রাম। 

নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার আহম্মেদপুর ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের হাফেজ পাড়ার আক্তার হোসেনের ছেলে সাহাদত সিকদার ওরফে সাগর (২৯) ও একই এলাকার লিয়াকত আলীর ছেলে সজিবুর রহমান সজিব (৩০)। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য নিহতরা বৃহস্পতিবার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা হতে পাবনা যাচ্ছিলেন। সাগরের পারিবারিক সূত্রে জানা যায় আগামী ৩০ ডিসেম্বর তার ছোট ভাই সাকিব সিকদারের বিয়ের মার্কেট করে ঢাকা থেকে ফিরছিল তারা দুই বন্ধু।

তাদের প্রাইভেটকারটি ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌছালে অপর একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে ধাক্কা দেয়, এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি নিয়ে মহাসড়কের পাশে জমিতে নেমে যায়। পরে দুই বন্ধু প্রাইভেটকার থেকে নেমে রেল লাইন ধরে হাঁটঠিলেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।

নিহত সাগরের ছোট ভাই সাকিব সিকদার (২৭) ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই বাকরুদ্ধ হয়ে পরেছেন তিনি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.