অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন, বক্তা প্রধানমন্ত্রী

0

বিডি২৪ভিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবরের সুবিধাজনক সময়ে বিশেষ সমাবর্তন করবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।

বঙ্গবন্ধুর পক্ষে তাঁর ছোট মেয়ে শেখ রেহানা এ ডিগ্রি গ্রহণ করবেন। এ ছাড়া সমাবর্তন বক্তা করা হয়েছে বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

রোববার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, ‘বিশেষ সমাবর্তনের বক্তা হিসেবে প্রধানমন্ত্রীকে উপাচার্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তাঁর দেওয়া সময় অনুযায়ী অক্টোবরে এ সমাবর্তন হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে এ সমাবর্তনে জাতির পিতাকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সভায় প্রথিতযশা সৈয়দ মনজুরুল ইসলাম, খন্দকার বজলুর রশীদ, নজরুল ইসলাম, আতিউর রহমান, রফিকুন নবী ও হাশেম খানকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.