পাবনা পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন

0

পাবনা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে পাবনা পৌর এলাকার মশক নিধন কার্যক্রম করছে পাবনা পৌরসভা । এছাড়াও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রনে মাইকিং, লিফলেট বিতরণ, সভাসহ জনসচেতনা মুলক বিভিন্ন কার্যক্রম করছে। গত মাসের ৭ তারিখ থেকে এসব কার্যক্রম চলছে।
সকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: দুলাল উদ্দিন জানান, পাবনা পৌরসভা উদ্যোগে একটি দল প্রায় ১ মাস ব্যাপী পৌরসভার প্রায় সকল এলাকায় বেশ কয়েক টি ফগার মেশিনের সাহায্যে মশা নিধন কার্যক্রম চলছে। এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রনে মাইকিং, লিফলেট বিতরণ, সভাসহ জনসচেতনা মুলক বিভিন্ন কার্যক্রম করছে। বুধবার শহরের দিলালপুর, বড় বাজার, গুড় বাজার, দৈ বাজার,নিউ মার্কেট, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, সমবায় মার্কেট, আব্দুল হামিদ রোড, মহসিন রোড সহ বিভিন্ন এলাকায় ফকার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম করা হয়েছে। পাবনা পৌরসভার মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান এর নেতৃত্বে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক সহ সকল কর্মকর্তার তত্বাবধানে এসব কার্যক্রম চলছে।

মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, ডেঙ্গু দেশ ব্যাপী চরম আকার ধারন করছে। এজন্য আমরা ডেঙ্গু নিয়ন্ত্রনে বিষেশ গুরুত্ব দিয়ে কাজ করছি। পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী সবাই ডেঙ্গু সম্পার্কে জনসচেতনা মুলক কাজ করছে।ফগার মেশিন দিয়ে প্রায়ই মশক নিধন চলছে। অনেক জায়গার চাইতে পাবনা পৌরসভার কার্যক্রমের ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রন আছে। সকলের সহযোগীতায় পাবনা পৌরসভা এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রনে সচেষ্ঠ আছি। এসব কার্যক্রম চলমান থাকবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.