প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল কনভেনশনে সবধরনের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র সচিবের

0

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে আমেরিকার নিউইয়র্কে আয়োজিত গ্লোবাল কনভেনশন সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার BNDANA বাংলাদেশ সমন্বয় কমিটির সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিবের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টীমের সমন্বয়কারী প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান স্থপতি মোহাম্মদ আল্-আমিন, বিশিষ্ট পোষাক রপ্তানীকারক প্রতিষ্ঠান উর্মি গ্রুপের চেয়ারম্যান আশফাক হোসেন, টেক্সটাইল রপ্তানীকারক আসলাম খলিল, অতিরিক্ত সচিব (প্রশাসন) শহীদুল হক ভূইয়া।

এসময় বৈঠকে BNDANA বাংলাদেশ সমন্বয় কমিটি অনুষ্ঠিতব্য প্রথম গ্লোবাল কনভেনশনের প্রস্তুতি সার্বিক দিক তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো এই আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা নটরডেমিয়ানরা তাদের পরিবারসহ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এসময় বাংলাদেশ থেকে কনভেনশনে যোগদানসহ স্পন্সর ও পন্য সামগ্রীর স্টল বরাদ্ধ নিতে আগ্রহীদের বাংলাদেশ টীমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিনের সাথে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়। আগ্রহীরা তার মোবাইলেও (০১৭১১৫৩০২৯৮) যোগাযোগ করতে পারবেন।

এছাড়া পৃথিবীর যে কোন দেশ থেকে সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহী সবাইকে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA) এর ওয়েবসাইট https://www.bndana.org এ ক্লিক করে নিবন্ধন এবং হোটেল বুকিং করতে সম্মেলন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। জরুরী প্রয়োজনে (২৬৭) ২৫৫-৫৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

ধন্যবাদান্তে-
সম্মেলন কমিটি
গ্লোবাল কনভেনশন।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.