মানবতার সেবায় বান্দরবানে কাজ করে যাচ্ছে সেনা রিজিয়ন

0

রিমন পালিত : বান্দরবান প্রতিনিধি :’যতটুকু পেরেছি ততটুকু সহযোগিতা হাত বাড়িয়েছি’। সেনাবাহিনীর এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে ‘বলেছেন ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়নে জিএসও ইন মেজর শায়েদ উজ জামান।

সোমবার (৯ অক্টোবর) সকালে সদর জোনে প্রশিক্ষন শেডে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি এসব মন্তব্যে করেন।

তিনি বলেন, পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর মাঝে শিক্ষার পাশাপাশি শান্তি- শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই পার্বত্য এলাকায় উন্নয়নে সামনে দিকে এগিয়ে নেওয়া জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের উদ্যেগে একাদশ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, বৌদ্ধ অনাথালয়ের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ নগদ অর্থ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি। এর আগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাইন্সল্যাবের জন্য নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.