পার্বত্য বান্দরবানের সকল যুব সমাজকে ক্রীড়ামুখী করে দেশের সেবাই এগিয়ে নিতে সর্বদা পাশে আছে বান্দরবান সেনা রিজিয়ন

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : ” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সম্প্রীতির মিছিলে বান্দরবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো  এক জমকালো ফাইনাল ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

আজ ১ ফেব্রুয়ারি শনিবার বিকালে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়।

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি , এই সময় অনুষ্ঠানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

চুড়ান্ত ভবিবল খেলায়  জেলা মহিলা পুলিশ ভলিবল বনাম সিভিল টিম ১ বান্দরবান, আর পুরুষ দলে আলিকদম ভবিবল টিম বনাম, লাইমি পাড়া সদর ভবিবল টিম মোকাবেলা করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি বলেন ,এই ধরনের প্রতিযোগিতাগুলি কেবল ক্রীড়া নয়, এটি একটি মিলনমেলা। আমাদের উদ্দেশ্য হল তরুণদের মধ্যে শৃঙ্খলা এবং সততা গড়ে তোলা, এবং তারা যেন একে অপরের সাথে সহযোগিতা করতে শিখে। 

বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত এই ভলিবল টুর্নামেন্ট স্থানীয় সমাজের মধ্যে ঐক্য এবং সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করা যায়, ভবিষ্যতে এমন আরও অনেক আয়োজন স্থানীয় যুবকদের প্রেরণা দেবে।

টুর্নামেন্ট ৩ সেটের খেলায় (২ – ১) সিভিল টিম ১কে হারিয়ে মহিলা দলে বান্দরবান জেলা পুলিশ মহিলা ভলিবল দল  বিজয়ী হয় ও   পুরুষ দলের খেলায়  আলিকদম ভলিবল টিম (২- ১ ) লাইমি পাড়া সদর ভবিবল টিমকে হারিয়ে আলিকদম ভলিবল টিম বিজয়ী হয় । 

টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকেই ধন্যবাদ জানিয়ে তাদের ভবিষ্যত সফলতা কামনা করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.