হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় রোড সেইফটি কোয়ালিশনের শোক

0

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনায় রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটির শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ-এর মুখপাত্র জনাব ইলিয়াস কাঞ্চন স্বাক্ষরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।

শোক বার্তায় সংগঠনটি আরও জানায়, চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত এবং তিনজন আহতের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ মনে করে বিদ্যমান সড়ক পরিবহন আইন ও বিধিমালায় সড়ক নিরাপত্তার বিষয়টিতে তেমন গুরুত্ব না থাকায় সড়কে প্রাণহানি থামানো যাচ্ছে না। ফলে বারবার সড়কে প্রাণহানি ঘটছে। সড়ককে নিরাপদ করতে নতুন করে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা প্রয়োজন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.