দেশের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

0

বিডি২৪ভিউজ ডেস্ক : নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠক অনুষ্ঠিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সরকারি স্থাপনার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তিন বাহিনীর শীর্ষ প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার বিরোধী রাজনৈতিক দল দেশে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক সদা সতর্ক থাকবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপপ্রয়াস চালাতে পারে। জনজীবনে নিরাপত্তা স্বাভাবিক রাখতে এধরনের অপচেষ্টা কঠোরভাবে দেখতে হবে। সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক সে বিষয়ে সকলকে সক্রিয়ভাবে দায়িত্বপালন করতে বলা হয় সভায়। থাকে সে বিষয়ে আলোচনা হয়। বিরোধী রাজনৈতিক দলের হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস কিংবা ধ্বংসাত্বক কার্যক্রম করতে না পারে সেজন্য করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ইনকিলাবকে বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়েছে। তবে তিনি আলোচনার বিষয়বস্তুু সম্পর্কে কোন মন্তব্য করেননি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.