তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

বিডি২৪ভিউজ ডেস্ক : হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ বিলাসবহুল আলোচিত বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড। বুধবার দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে ওঠা হোটেলসহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মালিকানাধীন ব্যাপক আলোচিত বৈরালী হোটেলসহ ৪৭টি অবৈধ স্থাপনা গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিস দেওয়া হলেও তা সরানো না হলে আদালতের নির্দেশে তিন ম্যাজিস্ট্রেটসহ শতাধিক পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার উপস্থিতিতে ওই সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনায় পুলিশ প্রশাসন অবৈধ উচ্ছেদ অভিযানে সহায়তা করছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.