সাংবাদিকদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

Training of Trainers on Road Safety for Journalism Concludes

0

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি), গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ-এর সহায়তায়, বাংলাদেশে সড়ক নিরাপত্তা বিষয়ে দুই দিনের একটি প্রশিক্ষক
প্রশিক্ষণ আয়োজন করে।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য সাংবাদিকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে আরো দক্ষতা বৃদ্ধি করে ইন ডেপথ রিপোর্ট করা| বিভিন্ন জাতীয় পত্রিকা; পাবলিক এবং প্রাইভেট টিভি চ্যানেল; অনলাইন নিউজ পোর্টাল; এবং নিউজ এজেন্সির প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

সড়ক নিরাপত্তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং স্থানীয় প্রসঙ্গ; নিরাপদ সড়ক নিরাপত্তার জন্য কি করা উচিত, কম্প্রিহেনসিভ রোড সেইফটি ল এবং রিস্ক ফ্যাক্টর, ক্র্যাশ রিপোর্টিং, সত্যতা যাচাই এবং সাংবাদিকদের জন্য সড়ক নিরাপত্তা সম্পর্কে, গঠনমূলক সাক্ষাৎকার গ্রহণের কৌশল, সড়ক নিরাপত্তা বিষয়ক ইউএন ডিকেড ফর একশন; বাংলাদেশে সড়ক নিরাপত্তার ওভারভিউ- সড়ক নিরাপত্তা; নিরাপদ; মাল্টি মডেল পরিবহন ও ভূমি ব্যবহার পরিকল্পনা; নিরাপদ সড়ক অবকাঠামো; নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহার; ক্র্যাশ পরবর্তী ব্যবস্থাপনা; কম্প্রিহেনসিভ সড়ক নিরাপত্তা আইন; সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ; নিয়ে আলোচনা করা।

সেশনগুলো পরিচালনা করেন জনাব এএইচএম বজলুর রহমান, সিইও (বিএনএনআরসি), জনাব রেহান উদ্দিন আহমেদ রাজু, কনসালটেন্ট,
বিএনএনআরসি, জনাব তাইফুর রহমান, গ্র্যান্টস ম্যানেজার, জিআরএসপি, ড. শরিফুল আলম কান্ট্রি কো-অর্ডিনেটর, জিএইচআই জনাব কাজী সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, এআরআই, বুয়েট, জনাব মারভিন ক্রিশ্চিয়ান, ডিরেক্টর অ্যাডভোকেসি, জিএইচআই, জনাব আবু রুশদ মোঃ রুহুল আমিন, সিনিয়র নিউজ এডিটর, বাংলাভিশন, জনাব শাহনাজ শারমিন, স্পেশাল করেসপন্ডেন্ট ৭১ টেলিভিশন।

প্রশিক্ষণের শুরুতে জনাব এএইচএম বজলুর রহমান, সিইও (বিএনএনআরসি), জনাব রেহান উদ্দিন আহমেদ রাজু, কনসালটেন্ট, বিএনএনআরসি, জনাব তাইফুর রহমান, গ্র্যান্টস ম্যানেজার, জিআরএসপি, ড. শরিফুল আলম কান্ট্রি কো-অর্ডিনেটর, (জিএইচআই) ড. শরিফুল আলম, উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের সূচনা করা হয়। বিকেলের সেশনে জনাব সাইফুন নেওয়াজ আলোচনা ক্রাশ ইনভেস্টিগেশন ও রিপোর্টিং নিয়ে।

অংশগ্রহণকারীরা ছিলেন: জনাব রাশেদ রাব্বি, বিশেষ প্রতিনিধি, আজকের পত্রিকা; জনাব মাহিবুর রহমান ফকির, স্টাফ করেসপন্ডেন্ট, নিউ এজ; জনাব জয়শ্রী ভাদুরি, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন; জনাব হাসান মিসবাহ, সিনিয়র রিপোর্টার, ইনডিপেন্ডেন্ট টিভি; জনাব ফজলুর রহমান, সিনিয়র রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ; জনাব জিয়াউল হক সবুজ, সিনিয়র রিপোর্টার, বাংলাভিশন টেলিভিশন; সিনিয়র
রিপোর্টার, সময় টিভি; জনাব বরুণ কুমার দাশ, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা; জনাব মো. মেহেদি হাসান, সিনিয়র রিপোর্টার, একাত্তর টিভি; জনাব মোহাম্মদ আকরামুল হক, এটিএন বাংলা; জনাব মো. রেজাউল করিম (রাজা), স্টাফ করেসপন্ডেন্ট, বাংলা নিউজ২৪ডটকম; জনাব জামিউল আহসান শিপু, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক; ; জনাব সাজ্জাদ মাহমুদ, সিনিয়র রিপোর্টার, আমাদের সময়; জনাব তুহিন শুভ্র অধিকারী, সিনিয়র রিপোর্টার, ডেইলী স্টার জনাব মো. আল আমিন সিনিয়র রিপোর্টার, দৈনিক সান; জনাব নাজিব ফারাইজি, সিনিয়র রিপোর্টার, আরটিভি; জনাব সাজেদা কালাম সুইটি, বিশেষ প্রতিনিধি, এটিএন নিউজ; জনাব আরেফিন মাসুদ, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ টিলিভিশসন জনাব জাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড; জনাব মইদুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, এনটিভি; জনাব মো. শরিফুল ইসলাম, সাব এডিটর, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ; জনাব সিরাত আল মুস্তাকিম, স্টাফ রিপোর্টার, বিজনেস বাংলাদেশ ।

আশা করা যায় এই প্রশিক্ষক প্রশিক্ষণের পর সাংবাদিকরা প্রমাণ-ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে সড়ক নিরাপত্তা ইস্যু এবং সেইফ সিস্টেম অ্যাপ্রোচ ও কম্প্রিহেনসিভ রোড সেইফটি এক্ট এবং নীতি সংক্রান্ত বিষয়গুলির উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন তৈরি করতে তাদের সক্ষমতা বৃদ্ধি করবে।

Training of Trainers on Road Safety for Journalism Concludes

Bangladesh NGOs Network for Radio & Communication (BNNRC), organized a
two-day long Training of Trainers on Road Safety Journalism, supported by the
Global Health Advocacy Incubator (GHAI) and the Global Road Safety
Partnership (GRSP). This significant event took place on March 2-3 at the Savar
CCDB Hope Center, focusing on enhancing the reporting skills of journalists on
road safety and the Safe System Approach.

The training aimed to equip journalists with the knowledge and skills necessary
to report on road safety effectively. Participants were selected from a wide
range of media outlets such as Daily Newspaper; Independent TV; Public and
Private TV channels; Online News Portals; and News Agencies.

Sessions covered topics such as Road Safety: Global Perspectives and Local
Context; Global, Safe Road Safety Approach, Comprehensive Road Safety Law
and Risk Factor, Crash Reporting, Fact-checking verification tools and resources
for journalists for reporting on Road Safety, Constructive interview techniques,
The decade of Action for Road Safety 2021-2030, SDGs and Road Safety); Road
Safety Overview in Bangladesh- Scale of Road Safety Problems; Safe;

Multimodal Transport & Land Use Planning; Safe Road Infrastructure; Safe
Vehicles, Safe Road use; Post-Crash Response; Comprehensive Road Safety
Law; Road Safety Challenges; Data Collection and Reporting Challenges in
Bangladesh; In the opening session, Mr. AHM Bazlur Rahman of BNNRC, Mr. Taifur Rahman
of GRSP, Dr. Shariful Alam, and Mr. Mervyn Christian of GHAI welcomed the
participants and highlighted the importance of training The Sessions were facilitated by Mr. AHM Bazlur Rahman and Mr. Rehan Uddin Ahmed Raju of BNNRC, Mr. Mervyn Christian, Advocacy Director, GHAI. Mr. Taifur Rahman, Grants Manager, Global Road Safety Partnership, Dr. Shariful Alam, In-Country Coordinator, Bangladesh of GHAI, Mr. Kazi Shifun Newaz,

Assistant Professor, ARI, BUET,  Mr. Abu Rushd Md. Ruhul Amin, Senior News
Editor, Bangla Vision and Ms. Shahnaz Sharmeen, 71 TV. In the closing session Mr. AHM Bazlur Rahman, Mr. Taifur Rahman, and Dr. Shariful Alam extended a vote of thanks, emphasizing the anticipated outcome of journalists enhancing their reporting on road safety through an evidence- based approach.

The participants were Mr. Rashed Rabbi, Special Correspondent, Ajker Patrika, Mr. Mahibur Rahman Fakir, Staff Correspondent, New Age, Ms. Joysree Bhadury, Senior Reporter, Bangladesh Pratidin, Mr. Hasan Misbah, Senior Reporter, Independent TV, Mr. Fazlur Rahman, Senior Reporter, Daily Janakantha, Mr. Ziaul Hoque Sabuj, Senior Reporter, Banglavision Television, Mr. Borun Kumar Dash, Senior Reporter, Bangladesh Sangbad Sangstha (BSS), Mr. Md. Mehedi Hasan, Senior Reporter, Ekattor TV, Mr. Mohammad Akramul Hoque, Chief Reporter, ATN Bangla, Mr. Md. Rezaul Karim (Raza), Staff Correspondent, Bangla News24.com, Mr. Zamiul Ahsan Shipu, Senior Reporter, Daily Ittefaq, Mr. Sajjad Mahmud, Staff Reporter, Amader Somoy, Mr. Tuhin Shubhra Adhikary, Senior Reporter, The Daily Star, Mr. Md. Al Amin, Senior Reporter, Daily Sun, Mr. Nazib Faraiji, Senior Reporter, RTV, Ms. Shajeda Kalam Sweety, Special Correspondent, ATN News, Mr. Arefin Masud, Senior Reporter, BTV, Mr. Ahsan Habib Tuhin, Staff Correspondent, The Business Standard, Mr. Moidul Islam, Senior Correspondent, NTV and Mr. Md. Shariful Islam, Sub
Editor, United News of Bangladesh (UNB).

It is expected that after the training journalist will improve their capacity to produce in-depth reports on Road Safety issues and the Safe System Approach and also on comprehensive Road Safety law and policy issues following the
evidence-based approach.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.