পর্যটন নামে খ্যাত কাপ্তাইয়ে রোজার শুরু থেকে পর্যটকশূন্য হয়ে পড়েছে
মাহফুজ আলম : অনুসন্ধানে দেখা গেছে রমজানের প্রথম দিন থেকে এক প্রকার জনশূন্য হয়ে আছে কাপ্তাইয়ের পর্যটন স্পটগুলো। এরি ফাঁকে পর্যটক না থাকায় অধিকাংশ পর্যটন স্পটগুলো থেকে ছাঁটাই করা হয়েছে কর্মচারীদের কে। এ সুযোগে মেরামত ও সাজ-সজ্জার কাজ শুরু করেছে অধিকাংশ হোটেল- কটেজ ও রেস্টুরেন্টগুলো।
জানা গেছে, রমজানের শুরু থেকেই তেমন কোন পর্যটক নেই কাপ্তাইয়ে। তাই পর্যটন জোন নামে খ্যাত কাপ্তাই জেটিঘাট, জীবতলী, অশান্তি পার্ক, প্যানারোমা জুম, নিসর্গ পট সহ হোটেল-মোটেল ও কটেজগুলোর বুকিং একেবারে শূন্য। এছাড়া সব ধরনের রেস্টুরেন্ট ও ভোক্তাশূন্য। ভোক্তা না থাকায় বহু রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে। ঈদের পরে পর্যটক বাড়বে বলে আশা করছে এখানকার ব্যবসায়ীরা।
হোটেল দাবার মালিক কামাল হাকিম বলেন বর্তমান প্রেক্ষাপটে কোনো পর্যটক নেই। পর্যটক মৌসুমে অনেক পর্যটক সময়ের অভাবে কাপ্তাইতে আসতে পারে না। আগামীতে ওসব পর্যটকরা যদি কাপ্তাইতে বেড়াতে আসেন তাদের জন্য ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে।আশা করি ঈদের পরে কাপ্তাইয়ে ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়বে।