কাপ্তাইয়ে হেডম্যান কার্বারীদের সাথে মতবিনিময় সভা করেছেন ওয়াগ্গা জোন ৪১ বিজিবি অধিনায়ক

0

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : ওয়াগ্গা ছড়া জোনের কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়নের জোন কমান্ডার, হেডম্যান- কারবারীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি’র মিলনায়তন কক্ষে জোন কমান্ডার লেঃ কর্ণেল কাওসার মেহেদী, সিগন্যালস্ এর সভাপতিত্বে হেডম্যান- কারবারীদের মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় স্থানীয় ৪টি মৌজার হেডম্যান-কারবারী উপস্থিত ছিলেন।

এছাড়াও, ৪১ জোন উপ-অধিনায়ক এবং জোন স্টাফ অফিসারসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্বের বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রকে সর্বদা সামনে রেখে ওয়াগ্গাছড়া জোন সাম্প্রদাযি়ক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদাই অত্যন্ত সচেষ্ট এবং নিবেদিত। এ পরিপ্রেক্ষিতে জোন কমান্ডার আগত বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীদের নিজস্ব এলাকার নিরাপত্তা (ব্যবস্থার)পরিস্থিতির উন্নতি এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকানে্ডর মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য অনুরোধ জানান। এছাড়াও সার্বক্ষনিক যোগাযোগ ও সমন্বযে়র মাধ্যমে অত্র জোন এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ সহযোগিতা প্রদানের কথাও ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর বিকল্প নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ, সকলকে জনস্বার্থে, দেশের স্বার্থে আন্তরিক হয়ে কাজ করতে হবে।

হেডম্যান ও কারবারীদেরকে নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকার প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য অনুরোধ জানান। উক্ত মতবিনিময় সভায় জোন উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এবং কাপ্তাইয়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.