কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার

0

বিডি২৪ভিউজ ডেস্ক : মার্চ মাসেই কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।

তিনি জানান, গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধিদল পরিদর্শনে এসেছিল। ভুটান অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে খুবই আগ্রহী। এতে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইলফলক উন্মোচন হবে। আশা করছি, ভুটান রাজার সঙ্গে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি সই হবে। সবকিছু ঠিক থাকলে ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রামে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আরও ৮৬ একর জমির অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।

মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন বেজার মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন ও কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.