সম্প্রীতির আনন্দঘন বৈশাখী বৈঠক অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার : সৃজনশীল পত্রিকা সম্প্রীতি বাংলাদেশ এর সাথে জড়িত লেখকদের নিয়ে এক আনন্দঘন বৈশাখী বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো ১৩ এপ্রিল সন্ধ্যায় শহরের মিডিয়া সেন্টারে (আখতারুজ্জামান টাওয়ার)।

পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ও সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বাগত শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াসমিন হোসেন। আলোচনায় অংশ নেন আবুল হোসেন খোকন, মোসতাফা সতেজ, শুচি সৈয়দ, আমিরুল ইসলাম রাঙা, ডা. রামদুলাল ভৌমিক, অ্যাড. মোশফেকা জাহান কনিকা, আখতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, ছিফাত রহমান সনম, শাহীন রহমান, আরিফ আহমেদ সিদ্দিকী, প্রবীর সাহা প্রমূখ। সভাপতির বক্তব্যে শিবজিত নাগ সকলকে নিজ নিজ পরিসর থেকে ভালো কাজ করার আহবান জানান। জেলার অতীত সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্য ধুলে ধরার মাধ্যমে আগামী প্রজন্মকে আলোকিত করবার কাজে সকলকে সঠিকভাবে লেখনীর মাধ্যমে দায়িত্ব পালনের অনুরোধ জানান। দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে কাজ করলে কাজটি ভালো হয় এবং সেখান থেকে মানুষজন অনেক সুন্দর গঠনমূলক কিছু জানতে পারে যা সকলকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। আলোচনা শেষে লুচি সবজী ও মিষ্টিমুখে সকলে পরস্পর বৈশাখের আনন্দ ভাগ করে নেন সম্প্রীতি বাংলাদেশ এর সাথে জড়িত সেখানে উপস্থিত সকলে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.