গালিবুর রহমান শরীফ এমপির উদ্যোগে বৃক্ষ রোপন
নিজস্ব প্রতিনিধি : দেশের চলমান তীব্রদাহ, জলবায়ু নিয়ন্ত্রণ ও শেখ হাসিনার এসডিজি লক্ষ্যে ঈশ্বরদীতে বৃক্ষ রোপন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সারাদিন ঈশ্বরদী সরকারি কলেজ,উপজেলার প্রধান সড়ক গুলাতে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এ উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
ছাত্রলীগের নেতা কর্মীরা বলেন,দেশের জলবায়ু নিয়ন্ত্রণে গাছের ভূমিকা অপরশীম। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে।দেশের চলমান তীব্র দাবদাহ, এসডিজি লক্ষ্যমাত্রা ও জলবায়ু নিয়ন্ত্রণে আমরা এ কর্মসুচির কাজ করে যাচ্ছি।সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এর উদ্যোগে ঈশ্বরদী উপজেলা জুরে ১০ দিন ব্যাপী কয়েক হাজার গাছ লাগানোর কর্মসুচি নিয়েছি।
সবুজ নগরায়ন গড়তে আমরা এ কর্মসুচি পালন করে যাবো। গাছগুলোর পরিচর্যা ও রক্ষনাবেক্ষন যুবলীগ ও ছাত্রলীগ করবে বলে তারা জানায়।উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম,পৌর ছাত্রলীগ নেতা ইমন হোসেন মুবিন,ছাত্রলীগ নেতা আদিত্য ইসলাম,জিতু , সবুজ হোসেন সহ প্রমুখ।