গড়বড়/ কাজী আতীক

0

গড়বড়/
কাজী আতীক।

যেখানে বৃষ্টিই হয়না সচরাচর
সেই অঞ্চলটি অতিবর্ষন জনিত বন্যার কবলে,
আবার যেখানে শীতকাল বলে কিছু নেই
এমন এক মরু অঞ্চল বিপর্যস্ত ভারী তুষারপাতে।

ইদানীং এমন সব উলটো চিত্র পরিলক্ষিত,
যেখানে যা হবার কথা নয়- তাই হচ্ছে
অথচ যেখানে যা হবার কথা- তা হচ্ছে না সেখানে,

এমন সব বিপরীত ধর্মী ক্রিয়া প্রতিক্রিয়া
কেবলই কি বিভ্রম, খেয়ালীপনা প্রকৃতির?
নাকি বড় কোনো পরিবর্তনের আভাস!
যেমন- শেষের শুরু,
যাহোক, সময়ে বুঝা যাবে এসবের কার্যকরণ।
আপাত ধারনায় হয়তো এসব নিছক জলবায়ু বিপর্যয়।

(নিউ ইয়র্ক, ২৩ এপ্রিল ‘২০২৪)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.