এবার নিজ হাতে পানিতে নেমে ধান কাটলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ফিরোজ কবির ।
মাঠে নেমে সুজানগর উপজেলা কৃষক লীগের সদস্যদের সাথে ধান কাটলেন ৬৯ পাবনা-২ (সুজানগর -বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।
নিজস্ব প্রতিনিধি : এবার মাঠে নেমে সুজানগর উপজেলা কৃষক লীগের সদস্যদের সাথে নিয়ে হাটু পানিতে নেমে ধান কাটলেন ৬৯ পাবনা-২ (সুজানগর -বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । এছাড়া ধানের মাঠে জমে থাকা জমির পানি নিজ খরচে বেকু দিয়ে কেটে পানি নিষ্কাসন করার ব্যবস্থা করলেন।
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ,হাটিখালী ও সাগরকান্দী ইউনিয়নের সীমনা ঘেষা বারভাগীয়া কুমিরের জুলায় প্রায় এক হাজার বিঘা জমির ধান পেকে যায় এবং অতি বর্ষনে পানিতে ক্ষতিগ্রস্থ হয় । কৃষকরা করোনার কারনে শ্রমিক সংকটে এবং অর্থের অভাবে জমির ধান কাটতে পারছিল না । এ সময় সুজানগর পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা কৃষকলীগ ও দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ ধান কাটার উৎযোগ গ্রহণ করেন । তারই অংশ হিসেবে আজ সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির নিজে ধানের মাঠে কাস্তে নিয়ে হাটু পানিতে নেমে কৃষক লীগ সদস্যদের সাথে ধান কাটার উদ্বোধন করেন । এবং জমিতে জমে থাকা পানির নিষ্কাসনের ব্যবস্থা করেন নিজ উৎযোগে নিজ খরচে ।
সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির নিজে ধান কাটতে নামলে সুজানগর কৃষকলীগ সহ বিভিন্ন নেতা কর্মী তার সাথে ধান কেটে কৃষকদের সাহায্য করেন ।
বিডি২৪ভিউজ কে আহমেদ ফিরেজ কবির বলেন বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধন সরকার । জননেত্রীর নির্দেশেই আমরা সব সময় কৃষকের পাশে আছি এবং থাকব যতদিন সংসদ সদস্য আছি । আমার বাবা মরহুম আহমেদ তফিজ উদ্দিন মাষ্টার এ এলাকার মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত সেবা দিয়ে গেছে আমি তার অসমাপ্ত কাজ যাব এবং সব সময় এ এলাকার মানুষের পাশে থাকব ।
এসময় উপস্থিত ছিলেন হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবর রহমান,সুজানগর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন ,সুজানগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কৃষি কমিটির সদস্য নাইম হোসেন, সাইফুল ইসলাম,টিটু,প্রমূখ ।
সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার জানান এবার সুজানগরে ৪ হাজার ১৫০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে । সঠিকভাবে ধান কৃষকের ঘরে উঠলে প্রায় ৬০ হাজার মেট্রিকটন ধান কৃষক সংগ্রহ করতে পারবে বলে ধারনা করা হচ্ছে।
এ পর্যন্ত সুজানগরে প্রায় শতকরা ৬০ ভাগ ধান কৃষকের ঘরে উঠেছে । বর্তমানে মাঠে যে ধান রয়েছে তার মধ্যে প্রায় শতকরা ৯৫ ভাগ ধান পেকে গেছে । হঠাৎ করে প্রচন্ড ঝড়-বৃষ্টির কারণে অনেক জমির ধানের মাঠে পানি জমে গেছে । ইতিমধ্যে পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ধানের জমি থেকে পানি নিস্কাসনের ব্যবস্থা করেছে । আমরা আশা প্রকাশ করছি আর কোন দূর্ঘটনা না ঘটলে এ এলাকার কৃষক জমির সকল ধান ভালভাবে ঘরে তুলতে পারবে ।