পাবনা-২ আসনে সবাই এক নৌকায়, মাঝি ফিরোজ কবির!

0

নিজস্ব প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচনের মাহেন্দ্রক্ষণে এসে সকল গ্রুপিং ভুলে সবাই এক নৌকার যাত্রী হয়েছেন। এ নৌকার মাঝি আহমেদ ফিরোজ কবির।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আহমেদ ফিরোজ কবির।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে পাবনা-২ আসনে আওয়ামী লীগের কয়েকটা গ্রুপিং আর শিবিরে বিভক্ত হয়ে পড়েছিলো। সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আব্দুল ওহাব এক গ্রুপে নেতৃত্ব দিয়ে আসছিলেন। অন্য গ্রুপে নেতৃত্ব দিচ্ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এদের মধ্যে এই আসনে গ্রুপিংয়ে বিভক্ত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, মাসুমদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিরোজ হোসেন।

এ আসনে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে ১১ জনের মধ্যে ছিল গ্রুপিং আর দ্বন্দ্ব। আসন্ন নির্বাচনের শেষ মুহুর্তে এসে সবাই এক কাতারে সামিল হয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। একই সাথে এই গ্রুপিং চাকলায় সুজানগর ও আমিনপুরের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ছিলেন দ্বিধা বিভক্তিতে।

আওয়ামী লীগের নেতাদের সাথে আলাপকালে তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকল ভেদাভেদ ভুলে সংসদ সদস্য প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের নির্বাচনী সকল জনসভায় তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

জানা যায়, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, হাটখালি ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, রানীনগর ইউপি চেয়ারম্যান তৌফিকুল পিযুশ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, তাতিবন্দ ইউপি চেয়ারম্যান মতিন মৃধা, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, দুলাই ইউপি চেয়ারম্যান শাহজাহান সিরাজ, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক, রুপপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল মোহন, পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ নৌকা প্রার্থীর পক্ষে একত্রতা ঘোষণা করেছেন।

এ বিষয়ে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। ছোট বড় ভুল রাগ অনুরাগ থাকতে পারে। নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণে এসে সবাই ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালি করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আওয়ামী লীগকে জেতাতে সবাই ঐক্যবদ্ধ হওয়ায় আমার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.