অনুপ্রবেশকারী ভারতীয় ১৭ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড

0

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : বাংলাদেশীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড মোংলা সদর দপ্তর (পশ্চিম জোন)। কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট শাহারিয়ার আলম এর বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসময় জেলেদের ব্যবহৃত ‘এফ বি মা শিবানী’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে দেশী বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জাল ও মাছ ধরা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানায় কোষ্টগার্ড। তবে জেলেদের মোংলা থানায় হস্তান্তর না করায় এরিপোর্ট রেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।সমুদ্র পথ থেকে তাদের নিয়ে কোস্টগার্ড মোংলায় পৌঁছায় । এরপর আইনী প্রক্রিয়া শেষে আটকদের থানায় সোপর্দ করা হয়েছেরবলেও নিশ্চিত করেছে কোস্টগার্ড।

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাল-ট্রলারসহ আহরিত বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম সিদ্দিক হাসান জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার বিকেলে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিসিং ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা সবাই ভারতের পশ্চিম বঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। ট্রলার ও জাল, মাছ সহ আটকৃতদের বুধবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক মেট্রিক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্গন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.