পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর বাহেজ উদ্দিন, সম্পাদক রাজু ইসলাম ওলি
নিজস্ব প্রতিনিধি : পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর বাহেজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু ইসলাম ওলি।
আজ শনিবার (৭ ডিসেম্বর ) সকালে পাবনা শহরের সেজুতি ভবনে পাবনাস্থ সুজনগর উপজেলা সমিতি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রফেসর বাহেজ উদ্দিন সভাপতি ও রাজু ইসলাম ওলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়া রুহুল আমিন কে সাংগঠনিক সম্পাদক মো হারুনুর রসিদকে কোষাদক্ষ নির্বাচিত করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতির সাবেক সভাপতি প্রফেসর শফিকুল ইসলাম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান, সাবেক বন কর্মকর্তা আলতাফ হোসেন, সুজানগর এনএ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,কাশিনাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত তড়িৎ কুমার কুন্ডূ, আশরাফ জামান টিংকু সরকার অধ্যাপক সিটি কলেজ পাবনা, সাইফুল ইসলাম সরকারি অধ্যাপক সিটি কলেজ পাবনা, রফিকুল ইসলাম, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা প্রভাষক আলী আকবর রাজু, কালের কন্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি রানা প্রমূখ।