বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নিতে বান্দরবানে প্রচারণা অভিযান

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নিতে বান্দরবানে প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

২৯ জানুয়ারি বুধবার সকালে বান্দরবান বালাঘাটা সূর্যের হাসি ক্লিনিক প্রাঙ্গনে দ্য আর্থ, উই ক্যান কক্সবাজার, ক্লিন এবং বিডব্লিউজিইডি এর আয়োজনে এই ক্যাম্পেই অভিযান অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ যাদুঘরের  (তরুণ গবেষক) রিসার্চ ফেলো উয়ই সি মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসআইডি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর জার্নালিস্ট রিসার্চ ফেলো  বিজয় টিভির সাংবাদিক রিমন পালিত । এই সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আইন বার্তার সাংবাদিক জুয়েল হোসেন। বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কো অরডিনেট উঅং সি মার্মা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমাদের স্বপ্ন সবুজ জ্বালানির মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায়ন থিমের অধীনে আয়োজিত এই কর্মসূচি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জরুরি প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়।

এই প্রচারণা পরিবেশকর্মী, নীতিনির্ধারক এবং স্থানীয় বাসিন্দাদের একত্রিত করেছে একটি টেকসই এবং জ্বালানি-সহনশীল ভবিষ্যতের কল্পনা করার জন্য। এই উদ্যোগের মাধ্যমে, আয়োজকরা নবায়নযোগ্য জ্বালানির অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক নীতিমালা প্রচারের চেষ্টা করছেন।

বাংলাদেশের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা পরিবেশগত ক্ষতি, গ্রিনহাউস গ্যাস নির্গমন বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানির মূল্যের অস্থিরতার সঙ্গে সম্পর্কিত যা দেশে অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি করেছে। সৌর, বায়ু এবং বায়োমাসের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস কার্বন নির্গমন হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান দিতে পারে।

উয়ই সি মার্মা (তরুণ গবেষক) রিসার্চ ফেলো মুক্তিযুদ্ধ যাদুঘর  বলেন,নবায়নযোগ্য জ্বালানি শুধু একটি বিকল্প নয়; এটি এখন বাংলাদেশের জন্য আবশ্যক।টেকসই প্রযুক্তিতে বিনিয়োগ আমাদের দেশের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করবে।বান্দরবান পরিচ্ছন্ন জ্বালানি নীতি গ্রহণে পথপ্রদর্শক হতে পারে তিনি আরো বলেন। এর প্রাচুর্যপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এটি জাতির জন্য একটি উদাহরণ হতে পারে।

প্রচারণাটি নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি সম্পর্কে ইন্টারেক্টিভ কর্মশালা, স্থানীয় সাফল্যের গল্প উপস্থাপন এবং সবুজ অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায়। অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য সমাধানগুলো গ্রহণ এবং একটি জীবাশ্মমুক্ত ভবিষ্যৎ গড়ার জন্য অনুপ্রাণিত হন।

এই অনুষ্ঠানের সমাপ্তি হয় পরিবেশগতভাবে টেকসই এবং অর্থনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে অংশগ্রহণকারীদের প্রতিশ্রুতি দিয়ে।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.