পাবনা গোল্ডেন বাস্কেট থেকে বাজার করে গোল্ডেন ক্রেতা হিসেবে ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট জিতলেন আতাইকুলার মো : জিল্লুর রহমান বনি আমিন
পাবনা প্রতিনিধি : পাবনায় অভিজাত সুপারসপ গোল্ডেন বাস্কেট থেকে বাজার করে গোল্ডেন ক্রেতা হিসেবে ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট জিতলেন আতাইকুলার মো : জিল্লুর রহমান বনি আমিন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পাবনায় লতিফ টাওয়ারে কাশমেরি চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে ২০২৪ সালে গোল্ডেন বাস্কেট থেকে বাজার করা দশজন সেরা গোল্ডেন ক্রেতাদের মধ্যে লটারির মাধ্যমে এই পুরুস্কার প্রদান করা হয়।
গোল্ডের ক্রেতা হিসেবে প্রথম হয়ে পাবনার আতাইকুলার মো: জিল্লুর রহমান বনি আমিন কাপল -ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট জিতে।
এছাড়া ২য় মাজু মিয়া-৬ হাজার টাকার গ্রিফট ভাউচার, ৩য় ডা: জান্নাত রেহানা ৫ হাজার টাকার গ্রিফট ভাউচার, ৪র্থ মো : সানজিদা–৪ হাজার টাকার গ্রিফট ভাউচার, ৫ম-মো: মতিউর রহমান-৩ হজার ৫ শত টাকার গ্রিফট ভাউচার, ৬ষ্ঠ -মোঃ শাকিল হোসেন- ৩ হাজার টাকার গ্রিফট ভাউচার, ৭ম নূরই-নাসরিন -২ হাজার টাকার গ্রিফট ভাউচার, ৮ম – মো: গোলাম সামোয়ার – ২ হাজার, ৯ম মো : সাইফুজ্জামান – ২ হাজার টাকার গ্রিফট ভাউচার ও দশম মো : সজিব – ২০০০ টাকার গ্রিফট ভাউচার জিতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন বাস্কেটের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, গোল্ডেন বাস্কেটের প্রধান হিসাব রক্ষক মো : সানোযার হোসেন, গোল্ডেন বাস্কেটের ইডি মো: আসরাফুল ইসলাম, গোল্ডেন বাস্কেটের হেড অফ অপরেশন নুরুল ইসলাম,
হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট সালাহউদ্দীনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
গোল্ডেন বাস্কেটের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান বলেন আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল পাবনাবাসীর জন্য কিছু একটা করা, শুধু তাই নয় এমন কিছু করা যেখানে থেকে মানুষ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে, এই চিন্তাকে মাথায় রেখে ২০২০ সালের ১১ জুলাই আমারা গোল্ডেন বাস্কেটের যাত্রা শুরু করি। তিনি আরও বলেন আমি খুব আস্থার সাথে বলতে চাই একটা মানুষের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যা যা প্রয়োজন তার সব কিছুই আছে গোল্ডেন বাস্কেটে। শুধু তাই নয় প্রতিটি পণ্য গুনগতমান যাচাই বাছাই করে মেইন সোর্স থেকে সংগ্রহ করা হয়। বাংলাদেশের সুপারসপ বিজনেসের ইতিহাসে এই প্রথম আমরাই সম্মানিত কাষ্টমারের সম্মান করতে পেরেছি। আমাদের জন্য দোয়া করেবেন আমরা যেন উত্তর উত্তর ভালো এবং সময়উপযোগি সেবা প্রদান করতে পারি।