চিতলমারী থানার সভাপতি নিজাম কাজী হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জিয়া মঞ্চ বান্দরবান জেলা শাখার বিক্ষোভ মিছিল
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি : আজ ১৭ মার্চ সোমবার বিকালে জিয়া মঞ্চ বান্দরবান জেলা শাখার সদস্যরা চিতলমারী থানার সভাপতি নিজাম কাজীকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মিছিলটি বান্দরবান শহরের প্রধান সড়ক ঘুরে বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। মিছিলে অংশগ্রহণকারীরা জানায়, নিজাম কাজীর হত্যাকাণ্ড একটি নিন্দনীয় অপরাধ, যা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা উচিত।
জিয়া মঞ্চের সভাপতি মুসলিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুছা হাওলাদারের সঞ্চালনায়
এ সময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ,
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাধীন, পৌর জিয়া মঞ্চের সভাপতি মোঃ হাসান আলী, জিয়া মঞ্চের অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাগর সহ দলের বিভিন্ন সদস্য বৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অনেকে।
বিক্ষোভ সমাবেশে, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ বলেন, “আমরা প্রশাসনের প্রতি দ্রুত এবং সঠিক তদন্তের আহ্বান জানাই। অপরাধীরা যেন দ্রুত গ্রেফতার হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়।”
স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বিক্ষোভকারীরা আরও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কখনো ঘটবে না।
জিয়া মঞ্চ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জানান, তারা নিজাম কাজীর পরিবার ও নিহতের নিকটাত্মীয়দের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দৃঢ় অনুরোধ জানাবে।
স্থানীয় প্রশাসন থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্তে অগ্রগতি সম্পর্কে পরবর্তী সংবাদ আপডেট দেওয়া হবে।