কুড়িগ্রামে কবর খোঁড়ার সময় মাটিতে আরবি হরফের ছাঁপ ফুটে উঠেছে

0

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে কবর খোঁড়ার সময় মাটিতে আরবি অক্ষরের অবয়ব বা ছাপ ফুটে উঠেছে। কবরের পশ্চিম অংশে ‘বিসমিল্লাহ’ সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পুর্ব পাশে রয়েছে ‘মীম, হা, মীম দাল’র অবয়ব।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই দৃশ্য দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে । জানা গেছে, ওই এলাকার মৃত আব্দুল জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন ঢাকার মহাখালীর ব্র্যাক এনজিওতে চাকরী করতেন।
বুধবার রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃতব্যাক্তির লাশ পারিবারিক কবর স্থানে দাফনের প্রস্তুতি নেন স্বজনরা। স্থানীয়রা কবর খোড়া শুরু করলে বেশির ভাগ বালুমাটি ছিল। কবরের ওপরের অংশ খোঁড়ার সময় আরবি অক্ষর ফুটে উঠলে দেখে চমকে যান তারা। মাটি খুড়ে নিচের দিকে যত যাচ্ছিল ততই লেখা পরিস্কার হয়ে উঠে আরবি হরফ।
স্থানীয়রা জানিয়েছে, ইসমাইল ছাত্রজীবন থেকে নামাজি ছিলেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মৃতের বড় ভাই মো. ইব্রাহিম আলীও বলেছেন, “আমার ছোট ভাই ছোটকাল থেকে নামাজি ছিলেন। আমার জানা মতে বেঁচে থাকা অবস্থায় সে কোন দিন মিথ্যা কথা বলেনি”।
বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মমিনুল ইসলাম জানিয়েছেন, কবরে আরবি অক্ষর আমার জীবনে দেখি নাই। এ প্রথম দৃশ্য চোখে পড়ে গেল । এটা মহান আল্লাহর এক অলৌকিক শক্তি।
নন্দের কুটি চৌপথী জামে মসজিদের ইমাম ও বড়লই এলাকার হাফেজ মাওলানা আব্দুল হক জানিয়েছেন, কবরের দুই পাঁজরের পশ্বিমে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ। পুর্ব পাশ্বে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। আমরা নিজেরাই পড়েছি। এটা আল্লাহ প্রদত্ব।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাজীব কুমার রায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ দাফন করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবগত করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.