কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত
মাহফুজ আলম, কাপ্তাই থেকে : বন পুনরুদ্ধার. উত্তরন ও কল্যানের পথ এবারের দিবসের প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই ইনস্টিটিউশন অফ ফরেস্টার্স বাংলাদেশ ( আইএফ বি) এবং বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বন দিবসে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২১ মার্চ রোববার বেলা ১১টায় প্রশিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক বন দিবস সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষন কেন্দ্র পরিচালক মোঃ বখতিয়ার নুর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেষ্টি এন্ড এনভায়রনমেন্টার সায়েন্স বিভাগের অধ্যাপক ড, মোহাম্মদ সফিউল আলম. বিশেষ অতিথি ছিলেন. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেষ্টি এন্ড এনভায়রনমেন্টার সায়েন্স বিভাগের অধ্যাপক ড, মোহাম্মদ আল আমীন ও চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি.মাজ ছাত্র. শিক্ষক.ইমাম.সমাজ সেবক.সাংবাদিক. ও সুশীল সমাজের নেতৃবর্গ। আলোচনা সভায় বক্তারা বন ব্যবস্হাপনার ত্রুটি.উন্নত ব্যবস্হাপনার কৌশল. বনে আগুন দেয়া রোধ.প্রাকৃতিক বন রক্ষা. বন্য প্রাণীর আভাস স্হল নিশ্চিত করন.পানির উৎস স্হল ফিরে আনা.পাহাড় কাটা বন্ধ করন.বন উজাড় রোধ করা সহ বৈশ্বিক উষ্ণনতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন।