হৃদয়ের তোলপাড় বিহ্বলতা/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

হৃদয়ের তোলপাড় বিহ্বলতা/
কাজী আতীক।

যদি পাদপ্রদীপে যুক্ত হলো কল্পনাতীত ইচ্ছে কোনো
গড়তে চাইবো পৃথিবীকে সুরম্য এক আবাসস্থল,
মানুষের মঙ্গল বাসের স্বপ্ন যেমন, ইচ্ছে আমার-
কালবোশেখির রুদ্ররোষ হাত ইশারায় থামিয়ে দেবার,
বজ্রনিনাদ বিজলি চমক চোখের তারায় জমিয়ে রাখার,

বেনোজলে ভাসবেনা আর কোনো শহর বন্দর গ্রাম
ঝড় তুফানে পড়বেনা আর উপড়ে কোনো বাড়িঘর
লণ্ডভণ্ড হবে না আর ফসলাদি গাছগাছালি বনাঞ্চল
জলোচ্ছ্বাস আর সুনামি থেকে আবাদ থাকবে উপকূল
ঠেকিয়ে রাখবো ঝড়ের তাণ্ডব নদী ভাঙ্গন উত্তাল সাগর,

যদি স্বপ্ন তাড়িত আমি- স্বপ্ন রথে চড়েও
হৃদয়ের তোলপাড় বিহ্বলতা কিছু থামাতে পারিনা যেনো।

(নিউ ইয়র্ক, মার্চ ২১ ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.