গুচ্ছে ফেল অথচ পোষ্য কোটায় ভর্তির সুযোগ দিচ্ছে নোবিপ্রবি

0

রহমত উল্যাহ, নোবিপ্রবি প্রতিনিধি : গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অকৃতকার্য হয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ভতিচ্ছু প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সেক্ষেত্রে নির্দেশনা মতে উক্ত শিক্ষার্থীকে পোষ্য কোটার পাশাপাশি মাত্র ২৫% নম্বর বরাদ্দ থাকলেই চলবে।এদিকে ফেল করা শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন একাধিক শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পোষ্য কোটায় যে সকল শিক্ষার্থী জিএসটি ভর্তি পরীক্ষায় ২৫% নম্বর পেয়েছেন সে সকল শিক্ষার্থীকে ভর্তির লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ভর্তি কমিটির সভার সিদ্ধান্তক্রমে ২৫ বা তার অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন বিজ্ঞপ্তিতে জাননো হয়।

গুচ্ছের নিয়ম অনুযায়ী সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যদি কোনো শিক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩০ নম্বর পায় সেক্ষেত্রে উক্ত শিক্ষার্থীকে কৃতকার্য ঘোষণা করা হয়। অর্থাৎ নোবিপ্রবিতে গুচ্ছের নিয়মে ফেল করা শিক্ষার্থীকে পোষ্য কোটায় ভর্তির সুযোগ দেয়া হচ্ছে।

নোবিপ্রবিতে পোষ্য কোটায় মাত্র ২৫ নম্বর বরাদ্দ করে ভর্তির সুযোগ দেয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন
একাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সাবেক শিক্ষার্থীরা।

এ বিষয়ে মুশফিকুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন,‘ফেল করে কোটাসাপেক্ষে চান্স পেলে বিষয়টি দুঃখজনক। এক্ষেত্রে যারা পাস করেও চান্স পাবে না তারা হতাশ হবে।’

আরেক শিক্ষার্থী রহিম বলেন,‘যেখানে সবাই কষ্ট করে পাস করতে পারে না সেখানে কিভাবে ফেল করা সত্ত্বেও ভর্তির সুযোগ দেয়া হচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইতিমধ্যেই তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। সফিক নামের একজন শিক্ষার্থী অভিযোগ করে লিখেন পোষ্য কোটায় যেহেতু ভর্তি করা হবে তাহলে আর কষ্ট করে এই ২৫ মার্কস পাওয়ার দরকার ছিলো না এমনিতেই পরীক্ষা ছাড়া ভর্তি করালে ভালো হতো।

এ বিষয়ে জানতে চাইলে ভর্তি কমিটিতে দায়িত্বো থাকা নোবিপ্রবি শিক্ষক সমিতির  সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় নোবিপ্রবিতে পোষ্য কোটায় ভর্তির সুযোগ রয়েছে। ভর্তি কমিটির সভার সিদ্ধান্তক্রমে পোষ্য কোটায় ভর্তির জন্য মার্ক ৩০ থেকে কমিয়ে ২৫ করা হয়েছে।’

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.