চুয়াডাঙ্গাসহ ৫ জেলায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষানার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ
চুয়াডাঙ্গা থেকে মো: পলাশ উদ্দিন : চুয়াডাঙ্গাসহ ৫ জেলায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষানার্থীদের মাঝে সার্টিফিকেট এবং সন্মানী বিতরন করা হয়েছে। আজ শনিবার বেলা ২টায় বহুমুখী মানব কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গাস্হ একাডেমি মোড় কার্যালয়ে সার্টিফিকেট বিতরন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৫ জেলায় সার্টিফিকেট বিতরণের উদ্বোধন করেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সংস্হার চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল। সংস্থার চুয়াডাঙ্গাস্হ কার্যালয় থেকে অনুষ্ঠানটি উপস্থাপন করেন সাংবাদিক বিপুল আশরাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সমাজসেবার অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ফারুক হাসান মালিক, আব্দুস সালাম, রফিক রহমান, পারভীন লায়লা মালিক, নাসির জোয়ার্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বহুমুখী মানব কল্যান সংস্থার ডেপুটি ম্যানেজার প্রিন্স মল্লিক, চুয়াডাঙ্গা প্রজেক্ট কো অডিনেটর নাঈম সরোয়ার, সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথি মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, আজ আমরা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলতে পারছি। সেটা সম্ভব হয়েছে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার কারনে। তিনি ক্ষমতায় এসে দেশকে ডিজিটাল রাস্ট্রে পরিনত করার উদ্যোগ নেন। আগামী ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ স্মার্ট রাস্টে পরিনত হবে।
পরে চুয়াডাঙ্গায় কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের ২ টি ব্যাজের ৬০ জন ও ড্রাইভিং ২ টি ব্যাজের ৬০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সন্মানী প্রদান করেন অতিথিরা। রবিবার মেহেরপুরে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের ২ টি ব্যাজের ৬০ জন ও কুষ্টিয়ায় কম্পিউটার ২ টি ব্যাজের ৬০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সন্মানী প্রদান করা হয়। এছাড়া সোমবার ঝিনাইদহে ২ ব্যাজ কম্পিউটার, ২ ব্যাজ ড্রাইভিং এবং মাগুরায় ২ ব্যাজ কম্পিউটার ও ২ ব্যাজ ড্রাইভিং শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্হানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থা।