লক্ষীকুন্ডা ইউনিয়নে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে-নুরুজ্জামান বিশ্বাস এমপি

0

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং বিশ্বমানবতার মা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও দেশের উন্নয়ন তুলে ধরে ঈশ্বরদীতে নির্বাচনী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭অক্টোবর) সন্ধার ৬ টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া হাই স্কুল মাঠে ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ উন্নয়ন ও শান্তি সমাবেশ হয়েছে।

লক্ষীকুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি মালিথার সভাপতিত্বে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য,অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস বলেন, লক্ষীকুন্ডা ইউনিয়ন মুক্তিযুদ্ধের অনন্য ইতিহাসের স্বাক্ষী। মহান মুক্তিযুদ্ধের সময় এ এলাকার মানুষ আমাদের রান্না করে খাবার দিয়ে যুদ্ধে উৎসাহ দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

সেই রোল মডেল নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেওয়া যাবেনা। যখন ইতিহাস পড়ি তখন শুধু বঙ্গবন্ধু আর শেখ হাসিনার কথায় মনে পড়ে। হটাৎ করে বদলে যাওয়া বাংলাদেশের পেছনে শুধুমাত্র একজনের নেতৃত্বই রয়েছে। স্বৈরচারীদের ষড়যন্ত্রে একাধিকবার হত্যার অপচেষ্টা থামিয়ে রাখতে পারেনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। যার কোন পরিচয় ছিলনা, যার কোন বাসস্থান ছিলনা শেখ হাসিনা তাদের পাশে থেকে বাসস্থানের ব্যবস্থা করেছেন।

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে সারা বিশ্বের যেকোন যায়গায় বাংলাদেশের পরিচয় দিয়ে ঘুরে আসা যায়। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ইডিজেড সহ বড় বড় মেগা প্রকল্প আজ ঈশ্বরদীতে। এই ঈশ্বরদী-আটঘরিয়া নিয়ে আমার স্বপ্নও রয়েছে আকাশ সমান। ঈশ্বরদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন জায়গা হবেনা। স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট ঈশ্বরদী গড়ে তুলার স্বপ্ন পূরন করতে চাই আমি।

উন্নয়ন ও শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক কাদের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম পাখি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দ্বারা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিএস মাসুদ রানা , মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন তারা মালিথা,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন, পাবনা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক জাহিদুল ইসলাম বাবু, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা যুব মহিলালীগ নেত্রী পারভিন আক্তার।

আয়োজিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম দাদু, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি আজাহার আলী মালিথা,পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা, যুগ্ম আহবায়ক সজীব মালিথা ও শরিফুল ইসলাম শরীফ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস জাহিদ হোসেন, সলিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম বিশ্বাস, পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুঝ, যুবলীগ নেতা মিজান মালিথা , সোহেল বিশ্বাস, কামাল বিশ্বাস , উপজেলা মহিলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক নাহিদা মুনতাসির , পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাম্মি আহসান, সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন সহ আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

শান্তি সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.