অবরোধের ও সহিংসতার প্রতিবাদে বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

0

পাবনা প্রতিনিধি: সারাদেশে বিএনপি ও জামাতের ডাক দেয়া অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে অনুষ্ঠিত হয়ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের জুবলি ট্যাংক এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেয় হয়। পরে অনুষ্ঠিত হয় উন্নয়ন ও শান্তি সমাবেশ।

শান্তি সমাবেশে বক্তব্যেদেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আ: রহিম পাকন, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রুমন, আনিসুর জামান দোলন, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.