বান্দরবান–৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাতিল করে স্থানীয় নেতা জাবেদ রেজাকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ পদযাত্রা
বান্দরবান জেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল সাঈদ : বান্দরবান–৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাতিল করে স্থানীয় নেতা জাবেদ রেজাকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ পদযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা।
বান্দরবান-৩০০ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেয়ার দাবিতে সোমবার (১৭ নভেম্বর) পাহাড়ী-বাঙ্গালিদের শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ অংশ নেন।
তারা শ্লোগান দিয়ে দাবি জানান—‘জাবেদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জাবেদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।’
পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, যেখানে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সাচিংপ্রু জেরীর বিরুদ্ধে পূর্বের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করার মতো কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ কারণে তার জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল করার দাবি জানানো হয়।
এদিকে পদযাত্রায় স্থানীয় সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থকরা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তারা বলেন, আগামী নির্বাচনে তাকে বিতর্কিত করতে একটি মহল এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।