মহেশখালী পৌর নির্বাচনে বাপের বেটা মকছুদ মিয়া নৌকার মাঝি হলেন,উত্তপ্ত হচ্ছে নির্বাচনি মাঠ

0

ইয়াছিন আরাফাত, মহেশখালী : নানা গুঞ্জন আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে মহেশখালী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বাজিমাৎ দেখিয়ে হ্যাট্টিক করে ৩য় বারের মত নৌকার মাঝি হলেন বাপের বেটা মকছুদ মিয়া। তিনি নৌকার মাঝি মনোনিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পৌর এলাকায় ভোটারদের মাঝে মিষ্ঠি বিতরণ করেছে। মকছুদ মিয়ার ভোটার ও সমর্থক। তবে অপর রাজনৈতিক প্রতিপক্ষ তিনি নৌকা প্রতীক পাওয়ায় নারাজ হওয়ায় উত্তপ্ত হয়ে উঠছে নির্বিচনি মাঠ। ফলে ভোটারদের মাঝে এক অজানা শঙ্কা বিরাজ করছে বলে নির্ভরযোগ্য সূত্র জানাগেছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি তৃতীয়বারের মত মহেশখালী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকার টিকিট পেয়েছেন আলহাজ মকছুদ মিয়া। বিষয়টি মকছুদ মিয়ার পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। মকছুদ মিয়া বর্তমানে মহেশখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক। তিনি আবারও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন এমনটি মনে করছেন ভোটাররা। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মহেশখালী পৌরসভার নির্বাচন। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.