ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি !

পাবনার ঈশ্বরদীতে আগুনে পুড়ে ছাই হলো ৮০ লক্ষ টাকার ঔষধ, ফ্রিজ, এসি, সিসি ক্যামেরা, এয়ারকাটার, নগদ টাকা ও কম্পিউটার মনিটরসহ কোটি টাকার সম্পদ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪ টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট এলাকায়।

0

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আগুনে পুড়ে ছাই হলো ৮০ লক্ষ টাকার ঔষধ, ফ্রিজ, এসি, সিসি ক্যামেরা, এয়ারকাটার, নগদ টাকা ও কম্পিউটার মনিটরসহ কোটি টাকার সম্পদ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪ টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই এলাকার পাইকারী ঔষধের ডিলার এবং পল্লী চিকিৎসক ডা. জাহিদুর রহমান আখের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আখের মেডিকেল হল’ থেকে বিভিন্ন কোম্পানির পাইকারী ঔষধের ডিলারের ব্যবসা করতেন। ৩টি বড় রুমে সেখানে সব সময় লক্ষ লক্ষ টাকার ঔষধ মজুদ থাকতো। বুধবার বিকেলে হঠাৎ আগুন লেগে সেখানকার সব ঔষধ পুড়ে গেছে।

প্রতিষ্ঠানটির মালিক ডা. জাহিদুর রহমান আখের জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে তার চেম্বার এবং ঔষধের দোকান সম্পুর্ন পুড়ে গেছে। তার ৩টি রুমে বিভিন্ন কোম্পানির দেশী-বিদেশী ৮০ লক্ষ টাকার ঔষধ মজুদ ছিল, যা সবই পুড়ে গেছে। তাছাড়া নগদ ৭০ হাজার টাকা, ১টি ফ্রিজ, ২টি এসি, ৬টি সিসি ক্যামেরা, ২টি এয়ার কাটার, ২টি মনিটর ও বিভিন্ন আসবাবপত্রসহ কোটি টাকার সম্পদ পুড়ে যায় বলে তিনি জানান।

তিনি অভিযোগ করে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তিনি ঈশ্বরদী ফায়ার সার্ভিসে খবর দেন কিন্তু ফায়ার সার্ভিস সেখানে গিয়েও ফায়ার সার্ভিসের মেশিন নষ্ট থাকায় আগুন নেভাতে ব্যর্থ হন। পরে আরেকটি মেশিন সংযুক্ত করলেও ততক্ষণে তার পুরো ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.