কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও শিশু দিবস পালিত

0

মাহফুজ আলম,কাপ্তাই :  রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ বুধবার কাপ্তাই উপজেলা  পরিষদ. উপজেলা প্রশাসন এবং কাপ্তাই  আওয়ামিলীগ.যুব লীগ.ছাত্র লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা যৌথভাবে  দিবসটি উদযাপন করে। দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসনিক কার্যালয়. পুলিশ থানাসহ সরকারি-বেসরকারি  প্রতিষ্ঠানসমুহে আলোকসজ্জা করা হয়। এছাড়া দিবসের শুরুতেই সকল সরকারি বেসরকারি  প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসন ও আওয়ামিলীগের নেতৃত্বে অঙ্গ ও অসহযোগী সংগঠন  এক শুভ যাত্রা বের করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা উপজেলা  পরিষদ মিলনায়তনে শিশু দিবস পালন শেষে  এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় কাপ্তাই উপজেলা প্রশাসনে পক্ষ থেকে।  অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।  পরে তথ্য অফিসের ব্যাবস্হাপনায়  প্রামান্য চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.