পাবনার মাহবুব-শিশির করোনা আক্রান্ত তৃতীয়জনের দাফন করলেন !

করোনা উপর্সগ নিয়ে বুধবার রাতে মারা গেলেন পাবনা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বসবাসকারী পুলিশের অবসরপ্রাপ্ত দারোগা নুরুল ইসলাম (৭০)।

0

পাবনা প্রতিনিধি : করোনা উপর্সগ নিয়ে বুধবার রাতে মারা গেলেন পাবনা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বসবাসকারী পুলিশের অবসরপ্রাপ্ত দারোগা নুরুল ইসলাম (৭০)। তার দুটো কিডনী নষ্ট। টানা সময়ে অসুস্থতার মধ্যেও তিনি একমাস রোজা করেছিলেন এবং দুইবার পবিত্র কোরআন শরীফ খতম দিয়েছিলেন।

পাবনা শহর থেকে ৪০ কিলোমিটার দুরে জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের হাটখালি-সৈয়দপুর নিজ গ্রামে দাফন কাজ সম্পন্ন করেছেন পাবনা শহরের দাতব্য সেবাদানকারী প্রতিষ্ঠান তহুরা-আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেওয়ান মাহবুব ও সাংস্কৃতিক কর্মি শিশির ইসলাম।

নুরুল ইসলামের বসবাসস্থানে রাত তিনটায় দেওয়ান মাহবুব ও শিশির ইসলাম মরহুমের গোসল সম্পন্ন করেন। এরপর স্থানীয় মসজিদের ইমামের সহযোগিতায় এবং ওই পরিবারের ২ জনসহ ৫ জন মিলে মরহুমের নামাজে জানাযা পড়ানো হয়। রাত সাড়ে ৩ টায় একটি অ্যাম্বলেন্সে করে মরহুম নুরুল ইসলামের মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি সুজানগরের নাজিরগঞ্জের হাটখালি স্থানীয় গোরস্থানে। সেখানেই তার দাফন সম্পন্ন করা হয়।

দেওয়ান মাহবুব ও শিশির ইসলাম জানান, প্রচার প্রচারণায়, কারও দ্বারা প্রভাবিত হয়েও নয়। নিজ উদ্যোগে, নিজস্ব অর্থায়ণেই এই কাজগুলো করছি। শুধু মাত্র আল্লাহর সন্তোষ্টি লাভের আশায়। করোনা আক্রান্ত যে কোন ব্যক্তির মৃত্যুতে তার গোসল থেকে শুরু করে জানাযা ও দাফন সবই আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। বর্তমানে জীবিত মানুষকে সেবা করতে কেউ হাত বাড়ায় না, সেখানে আমরা সর্বদা প্রস্তুত মৃত ব্যক্তির সেবা করতে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.