কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ-পরিবারের সংবাদ সম্মেলন
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মানারুল ইসলাম এরশাদকে ফেনসিডিল দিয়ে ফাসিঁয়ে দেবার অভিযোগ করেছেন পরিবার। আজ শনিবার বেলা ১২টায় হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মানারুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, গত ১৫ মার্চ দুপুর ১২ টার দিকে তার স্বামী মানারুল ইসলাম বাড়ীর সামনের একটি দোকানে বসে ছিল। এ সময় সাদা পোষাকে কিছু লোকজন নিজেদেরকে র্যাব পরিচয় তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শবর্তি জেলা পাবনা র্যাব ৫০ বোতল ফেনসিডিল সহ মামলা দিয়ে মানারুল ইসলামকে দৌলতপুর থানায় হস্তান্তর করে। সাবিনা ইয়াসমিন বলেন, আওয়ামীলীগের কর্মী তার স্বামীর মাদকের সাথে কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ঘায়েল করতে ষড়যন্ত্রমুলক তাকে ফাসিঁয়ে দিয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এসময় পরিবারের অন্যান্য সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।