মুজিব শতবর্ষে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

0

নকলা প্রতিনিধি : নকলা উপজেলার প্রশাসন উপজেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগ , ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ ও বিভিন্ন দপ্তরের আয়োজনে মুজিব শতবর্ষে উপলক্ষ্যে মেলা অনুষ্ঠিতহয় । ২৭ থেকে ২৮ মার্চ মেলায় ৩৪ টি স্টল সাজানোহয় । শনিবার ২৭ মার্চ শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান , এসময় অন্যন্য অতিথির মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ,সহকারী কমিশনার ভূমি কাউছার আহম্মেদ , অফিসার ইনচার্জ নকলা থানার ওসি মুশফিকুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , আওয়ামী লীগের যুগ্নসম্পাদক শহিদুল ইসলাম , কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, পিআইও জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান , যুবউন্নয়ন অফিসার মকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, সাংবাদিক ,শিক্ষক অনেকেই মেলায় উপস্থিত ছিলেন । ৩৪টি মেলারমধ্যে উপজেলা প্রশাসন , ভূমি অফিস , থানা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ , মৎস্য, প্রাথমিক শিক্ষা , মাধ্যমিক শিক্ষা , মহিলা বিষয়ক , মহিলা বিষয়ক স্বাস্থ্য সম্মত খাবার, যুবউন্নয়ন, সমাজ সেবা , বি আরডি বি , সমবায়, পল্লী দারিদ্র সংস্থা, নির্বাচন, খাদ্য , ইসলামী ফাউন্ডেশন, আবাসিক প্রকৌশলী বিদুৎউন্নয়ন বোর্ড ,পরিবার পরিকল্পনা অফিস , বনবিভাগ, বি এ ডিসিটিসি, কৃষি, হিসাবরক্ষন, কৃষি ব্যাংক, টিটিসি, উপজেলা প্রকল্প বাতবায়ন , মহিলা উন্নয়ন সংস্থা , এলজি ই ডি, কারু শিল্প উন্নয়ন , মহিলা উন্নয়ন সমিতি, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থা , তথ্য অফিস , জনস্বাস্থ্য , আমার বাড়ি আমার খামার , পল্লী সঞ্চয় সংস্থা ব্যাংক, পৌরসভা , ইউনিয়ন মেলায় স্টল সাঁজায়। এতে পরিদর্শন কালে দেখা গেছে , কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর , উপজেলা প্রকল্প বাস্তবায়ন , এলজি ই ডি প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য বি এ ডিসি ও মহিলা স্বাস্থ্য সম্মত খাবারের স্টল ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.