বাংলাদেশ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ নকলায় বিতরণের সিদ্ধান্ত
ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : বাংলাদেশ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নকলা উপজেলার ৯টি ইউনিয়নে অভাবী ও দরিদ্র মানুষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১০ হাজার ৬১ পরিবারের প্রত্যেক পরিবারকে ৪’শ পঞ্চাশ টাকা বিজিএফ এর বদলে বিতরণ করবেন। এছাড়াও নকলায় পৌরএলাকায় ৩ হাজার ৮১ পরিবার এ সুবিধা ভোগ করবেন। একই সাথে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্যে রমজান মাসে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। তবে নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন বরাদ্দের কোন লিখিত পত্র আমাদের কাছে এখনও পৌঁছেনি। এ বরাদ্দের পরিমাণ কম বেশি হতে পারে। প্রতিবেদন তৈরীর কাজে নিয়োজিত সাংবাদিক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্যটি সংগ্রহ করেছেন।