বড়বিলা পাড়ে সৌন্দর্য্যের সমাহার

0

নকলা প্রতিনিধি : এক সময় পল্লী কবি জসিম উদ্দিন ভ্রমণে এসে বলেছেন বড়বিলা বড় বেশি জল চৈত্র মাসে হাঁটু পানি থাকে। তারই মাধ্যে ছোট ছোট পাতি হাঁস করে কোলাহল। এটি শেরপুর জেলার নকলা উপজেলার টালকী ইউনিয়নের বড় পাগলা গ্রামে বড়বিলা নামে পরিচিত। এর পাশ দিয়ে নকলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ জি ই ডি নির্মাণ করেছে দুইটি কালভার্ট ও একটি সড়ক । সড়কটি ব্যস্ত সবসময় কারণ আশেপাশের ১৪টি গ্রামের লোকজন যাতায়াত করে থাকে । নকলা উপজেলা এ জি ই ডি প্রকৌশলী আরেফিন পারভেজ বলেন ৪৫ লাখ টাকা ব্যায়ে এ সড়ক নির্মাণ করা হয়েছে। ঠিকাদার আব্দুর রশিদ সরকার থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সড়কের সাথে কালবার্ট রং করে সৌন্দর্য্যের ছোয়া লাগিয়ে দিয়েছেন ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.