মাটি চুরির অভিযোগে ঈশ্বরদীর ৩ ইটভাটার মালিক শ্রীঘরে

0

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ফসলি জমি ও নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন ও বিলকেদার গ্রামের থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ইটভাটার মালিক জামাল উদ্দিন জয়, জামিরুল ইসলাম ও রাজা প্রামাণিক।

অভিযানে নেতৃত্ব দেওয়া রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, দীঘদিন ধরে একদল অসাধু লোক উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মার তীরবর্তী নবীনগরসহ দাদাপুর ও বিলকেদার এলাকার চরাঞ্চলে কৃষি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি চুরি করছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ভেকুর মাধ্যমে মাটি কেটে তিনটি ইট ভাটাতে সরবরাহ করা হচ্ছিল। এসময় তিন ইটভাটার মালিক গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ৩ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.