ফুলবাড়ীতে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি না মেনে প্রতিবাদ সভা
কমল চন্দ্র রায় ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর ফুলবাড়ী থানায় আসামী গ্রেফতার করে ছেড়ে দেওয়ার অভিযোগে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামকে প্রত্যাহারের দাবি ও আসামী পুনরায় গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করে। স্থানীয় নিমতলা মোড়ে ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ২ঘন্টা ব্যাপি ঢাকা-দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে এবং কোভিট-১৯ মহামারী সময়েও সরকারের বিধি নিষেধ ভঙ্গকরে বিক্ষোভ ও প্রতিবান সভা করে ফুলবাড়ী পৌর প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী এর নেতৃত্বে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ঘটনাস্থলে করোনা সময়েও সরকারের কঠোর লকডাইন না মেনে, সামাজিক দুরত্ব বজায় না রেখে, স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্যবিধি না মেনে স্থানীয় প্রশাসন নীরবে, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও ফুলবাড়ী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ দাবি পূরনের আশ^াস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল বুধবার সকালে পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী তার ব্যর্ক্তিগত অফিসে বিচার কার্য চলাকালিন সময়ে স্বানীয় আবুল ইসলামের সাথে বাগ বিতর্কতায় জড়িয়ে পড়লে অফিসেই উভয় পক্ষের মধ্যে হাতাতাহি হয়। পরে প্যানেল মামনিরি রশিদ চৌধুরী নিজে আবুল ইসলাম এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামকে গ্রেফতার করে ছেড়ে দেয় এরই প্রতিবাদে সভা করে। এসময় রাস্তার উভয় পাশে শত শত যানহাবন জমে থাকতে দেখা যায়।