পদ্মা নদী ভাঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির
সাতবাড়ীয়া হতে নাজিরগঞ্জ পর্যন্ত পদ্মা নদী ভাঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন পাবনা-২(সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ।
নিজস্ব প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া হতে নাজিরগঞ্জ পর্যন্ত পদ্মা নদী ভাঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন পাবনা-২(সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । তিনি আজ ২২ জুন নদী ভাঙ্গন কবলিত এসব এলাকা পরিদর্শন করেন । নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাবনা জেলা তত্তাবধায়ক প্রকৌশলী তারিক আব্দুল্লাহ আল-হায়াজ,বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল হামিদ ।
সাতবাড়িয়ার কাঞ্চনপার্ক এলাকা থেকে তাঁরা ভাটপাড়া,গুপিনপুর,মাজপাড়া,রাইপুর,মালিফা,মালফিয়া সহ সাতবাড়িয়া থেকে নাজিরগঞ্জে পদ্মা নদীতে ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ।
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন নদীতে যাতে বাড়ি-ঘর, স্কুল-কলেজ ,মসজিদ সহ বিভিন্ন স্থাপনা যাতে ভেঙ্গে না যায় তার আগেই ব্যবস্থা গ্রহণ করা যায় সেজন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে । তারা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে আশা করি অতি দ্রুত তারা ব্যবস্থা গ্রহণ করবেন ।
এদিকে পদ্মা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাবনা জেলা তত্তাবধায়ক প্রকৌশলী তারিক আব্দুল্লাহ আল-হায়াজ বলেন এসব এলাকায় জুনের শেষে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে তাই আমরা জিয়ো ব্যাগ ব্যবহার করে জুনের শেষে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাতে ভাঙ্গন রোধে সাময়িক ব্যবস্থা গ্রহণ করব এবং স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করার জন্য প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে।
সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী মারুফ সহ নদী ভাঙ্গন কবলিত এলাকার বিভিন্ন মানুষ নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান এবং দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান ।