নকলায় লিয়ার মুরগীর খামার দিয়ে পরিবেশ দূষণ করেছেন খামার মালিক : অভিযোগ এলাকাবাসীর

0

নকলা প্রতিনিধি: নকলা উপজেলার বাজারদী গ্রামে পাড়ই বাড়ীর পাশে ফিরুজ মিয়া একটি প্রোলটি মুরগীর খামার বসিয়ে মুরগী পালন করছেন । অপরিকল্পীত খামারের মুরগীর বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ দূষণ করছে। এতে করে ঐ এলাকার আমিরুল ইসলাম , আনার হোসেন, সাঈদ মিয়া, আব্দুর রাজ্জাক, শহিদুল মিয়া, রমজান আলী, মৃত মোসা মিয়ার পরিবার পড়েছেন বিপাকে প্রতিনিয়ত তাদের পরিবেশ দূষণের শিকার হয়ে বসবাস করতে হচ্ছে। তারা জানান, মুরগীর বিষ্ঠার দূরগন্ধে পরিবেশ হয়ে উঠছে অসহনিয় এ ব্যাপারে কয়েকবার গ্রাম্য দেন দরবার করে খামার মালিককে বিষ্ঠা বা মুরগীর মল দূরে কোথায় নিয়ে রাখার কথা বলা হলেও খামার মালিক ফিরুজ মিয়াতা মানছেন না । ভুক্ত ভোগী পরিবার গুলো খামার মালিকের এ ধরনের পরিবেশ দূষনের শিকার হয়ে অতিষ্ট হয়ে পড়েছেন । তারা পরিবেশ বাদী সংগঠন , জন প্রতিনিধি, অথবা সরকারী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.