সরকার নিধারিত মুল্যের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস

0

নকলা প্রতিনিধি : সরকার কর্তৃক প্রতিটি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করার পরও অনেক চড়া দামে শেরপুরের নকলা বিক্রি হচ্ছে গ্যাস । নকলা বাজারের খুচড়া গ্যাস বিক্রেতা ও ব্যবহারকারীদের কাছে জানাগেছে , এখানে ফ্রেশ এলপি গ্যাস ,বসুন্ধরা এলপি গ্যাস, বেক্সিমকো এলপি গ্যাস, জি গ্যাস নামের কোম্পানী গুলি বাজার জাত করছে । ট্রাকে করে প্রতিদিন হাজার হাজার সিলিংন্ডার গ্যাস বাজারে ও দোকানি দের নিকট পৌছে দেওয়া হচ্ছে । প্রতি ১২ কেজি গ্যাসের মূল্য যেখানে সরকার নির্ধারন করছে ৯০৬ টাকা সেখানে একদল চুরা কারবারী ডিপো থেকে এনে পরিবহন যোগে বিক্রি করছেন ৯৮০ টাকা সেটা দোকানীরা গ্রাহকের নিকট বিক্রি করছেন ১০৩০ টাকা মূল্যে । ভুক্ত ভোগী গ্যাস ব্যবহার কারীরা এই বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন । একই সাথে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি চড়া দামে বিক্রি করায় প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীরা । ফ্রেশ এল পি গ্যাসের সরবরাহ কারী মিজানুর রহমান বললেন তারা ডিপো থেকে ক্রয় করছেন ৯৫০ টাকায় , বিক্রি করছেন ৯৮০ টাকা। নকলা বাজারের খুচড়া গ্যাস ব্যবসায়ী ফাহিম জানান সরবরাহ কারীর নিকট হতে ৮৯০ টাকায় সরবরাহ করেন বিক্রি করেন ৯৬০টাকায় । গ্যাস ব্যবহারকারীরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্যাস ব্যবহারকারীরা ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.