নকলায় লকডাউন অমান্য করে সড়কে গনপরিবহন চলছে যাত্রীদের চরম ভোগান্তী
ইউসুফ আলী মন্ডল নকলা(শেরপুর) প্রতিনিধি : শেরপুর থেকে গনপরিবহন ২দিন যাবত ঢাকা প্রবেশ করছে । এখানে বাস ভাড়া ৫০০ টাকা আগে ছিল ৩০০ টাকা , ট্রাক ভাড়া ৪০০ টাকা , মলম গাড়ি পিকাপভ্যান ভাড়া ৪০০ টাকা , ২০ জনের স্থলে ৫০জন ঢাকা যাচ্ছেন । প্রতিবেদক কথা বলেন গাড়ির মালিকের সাথে সেখানে বাদশা গাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন তার গাড়ি ৪টা বসে থাকলে শ্রমিকদের মজুরী বাবদ ২লাখ টাকা মাসে ভূর্তকি দিতে হয়। তাই তিনি সড়কে গাড়ি নামিয়েছেন।
অপর দিকে শ্রমিকদের দাবী বসে থাকলে কাজ বিহীন তাদের কেও বেতন দেয়না তাই জীবন জীবিকার জন্য সড়কে গাড়ি ভাড়া মারছেন ,যাত্রীরা বলেন ঢাকায় গিয়ে কাজে যোগদান করতে হবে তাই ভাড়া বেশি নিলেও তাদের কিছু করার নেই । এদিকে পরিবহন শ্রমিকরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন লাখ লাখ শ্রমিক কাজ না পেয়ে বেকার হয়ে কষ্টে দিনাতিপাত করছেন সরকার তাদের কিছুই দিচ্ছেনা তাই পেটের দায়ে সড়কে গাড়ি নিয়ে বেড় হয়েছি । সব জায়গায় করোনা থাকা সত্বেও বাধা দেওয়া হচ্ছেনা আমাদের গাড়ি চালাতে বাধা কেন?