রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গাড়িতে নিহত পথচারী , মহাসড়ক অবরোধ

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মিনিবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১ টায় দাশুড়িয়া-পাকশী মহাসড়কের দিয়াড় বাঘইল করিমের মিলের সম্মুখে এ ঘটনা ঘটে।

0

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মিনিবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১ টায় দাশুড়িয়া-পাকশী মহাসড়কের দিয়াড় বাঘইল করিমের মিলের সম্মুখে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুস সাত্তার (৬৫)। তিনি পাকশীর দিয়াড় বাঘইলের মৃত সোনা মন্ডলের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

নিহতের নাতি তারেকুল ইসলাম জানান, তার দাদা আব্দুস সাত্তার মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি আসার পথে পিছন দিক থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-১১-১০৪২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সিলভার রংয়ের মিনিবাসটি পারমাণবিক বিদ্যুৎ  কেন্দ্র থেকে বিদেশীদের নিয়ে গ্রীণ সিটিতে যাচ্ছিল।

তিনি অভিযোগ করে জানান, তার দাদা আব্দুস সাত্তার রাস্তার অনেক পাশ দিয়ে যাওয়ার পরও দ্রুত গতির মিনিবাসটি তাকে চাপা দিয়ে ড্রাইভার নুরুন্নবী দ্রুত গাড়ি নিয়ে চলে যায়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান জানান, পথচারী নিহতের ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি জানান, স্থানীয় লোকজনের কাছে জেনেছি গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদেশীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা করছি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.