দেনা পরিশোধে ব্যর্থ দিনমজুর, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

0

পাবনা প্রতিনিধি : পাওনাদারের দেনা পরিশোধে ব্যর্থ আর করোনার প্রভাবে কর্মক্ষম হয়ে পড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন দিনমজুর আব্দুল মান্নান বাবু (৪৭)। বুধবার দুপুর ১ টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরে এ ঘটনা ঘটে। সে ওই মহল্লার আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সুত্র জানায়, আব্দুল মান্নান ব্যক্তিগতজীবনে এক ছেলে ও এক মেয়েসন্তানের জনক। মেয়ের বিয়েও দিয়েছেন। নিজের কোনো জমি না থাকায় লিজ, বর্গাচাষ ও মানুষের বাড়িতে দিনমজুরির কাজ করতেন করে দিনাতিপাত করতেন তিনি। করোনার কারণে বর্তমানে তার দিনমজুরির কাজ অনেকটাই কমে গিয়েছিল। রোজগার কমে যাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে নেওয়া ঋণ বৃদ্ধি পাওয়ায় বারবার পাওনাদাররা বাড়িতে টাকার জন্য আসলে বাবু মানসিকভাবে ভেঙে পড়েন।

বাড়িতে লোকজন না থাকার সুযোগে সবার অগোচরে নিজ ঘরে তিনি গ্যাসের ট্যাবলেট খেয়ে বিচানায় লুকিয়ে থাকার চেস্টা করেন। এরপর স্বজনরা বিষয়টি টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাকিব বলেন, নিহত বাবুকে খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের পৌঁছানোর পর চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, গরিব কৃষক অনেক কষ্টেদিনাতিপাত করতেন, শুনছি কিছু লোন ছিল। ঈদে মেয়ে জামাই বাড়িতে বেড়াতে আসছিল তাদের ভাল খাবার দিতে না পারায় মন খারাপ করে থাকতেন। সব কথা তিনি অভাবের তারনায় এমন কাজ করেছেন। তাই প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছি । মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.