ডোমারে সন্তানের বিরুদ্ধে মায়ের অভিযোগ
সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : চার ছেলে ও বউয়ের নামে ডোমার থানায় গত ২৪মে সমবার লিখিত অভিযোগ দায়ের করলেন হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের তেলীপাড়া মৃত মোজাহার হোসেনর ৮১ বয়সের স্ত্রী রেজিয়া বেগম, ছেলে ১।রেয়াজুল (৪৫) ২।ওবায়দুল(৪৩) ৩।মোতাহার(৩৮) ৪।কোবায়দুল(৩২) সবছেলের স্ত্রীর নামে, রেজিয়ার স্বামী মৃত্যুর ৫/৬ বৎসর অতিবাহিত হল, ছেলেদের মাঝেই থাকা খাওয়া ভরনপোষন কোনরকমে চলত, এখন যত বয়স হচ্ছে ততই ছেলে ও ছেলের বউমা রা আমাকে গালি গালাজ, খাওয়া,ভরনপোষন দিতে চায়না নান হুমকি,অপমান লান্চিত , প্রায় প্রায় মার পিট করার জন্য উদ্দিত হয়, সব ছেলেরাই বোঝা হিসাবে মনেকরে, শোয়ার খাট নিয়েগিয়ে ভাগাভাগী করেনেয় তারা, এই বয়সে কিভাবে ঘুমাবো, একটুকুও তারা ভাবলোনা। এইকি মায়ের মর্যাদা, যাকে এত কস্টকরে পৃথিবীর মুখ দেখালাম মানুষ করলাম বৃদ্ধবয়সে এসে এ লাঞ্চনা কখনো আল্লা এদের ক্ষমা করবেনা। অতিকস্টে দুক্ষে এ কথাগুল জানালেন ভুক্তভোগী রেজিয়া বেগম। ডোমার থানা অফিসার ইনর্চাচ মোঃ মোস্তাফিজার রহমান কার্যালয়ে কথা হলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।