আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0

বেলকুচি সংবাদদাতা : “দেশের বায়ু , দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান ও বেলকুচি থানার ওসি মোঃ গোলাম মোস্তফা।সোমবার (১৪-জুন) সকাল ১১ টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে সমগ্র উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে সোহাগপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি সিরাজগঞ্জ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃগোলাম মোস্তফা অফিসার ইনচার্জ বেলকুচি সিরাজগঞ্জ,মোঃ মোফাখখারুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলকুচি সিরাজগঞ্জ সহ আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপ অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দ এছাড়াও আরও বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃআনিসুর রহমান জানান,জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই।তিনি বলেন,মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক।আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে হবে।

এসময় আমাদের বেলকুচি গ্রুপের সিনিয়র অ্যাডমিন জাহিদ হাসান মিঠু বলেন,জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের কোটি কোটি মানুষ।জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে,তাই এই সমস্যা কাটিয়ে উঠার জন্য বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মনে করি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.